ধাপ ১ঃ প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় হাতের কাছে যেসব কাগজপত্র রাখতে হবে। বিস্তারিত জানতে
আবশ্যিক
- অনলাইন জন্ম-নিবন্ধন সনদ
- অনলাইন নিবন্ধন না থাকলে পুরনো হাতে লেখা সনদ সঙ্গে আনতে হবে এবং প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে।
- আইটি সেন্টার থেকে নির্ভুল আবেদন করতে বা পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড
- আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র হাতের কাছে রাখুন। যদি কারো জাতীয় পরিচয়পত্র থেকে না থেকে তবে
- তার/তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র হাতের কাছে রাখুন। যদি কারো জাতীয় পরিচয়পত্র থেকে না থেকে তবে
- পিতা মাতার কেউ একজন মৃত হলে মৃত্যু সনদ প্রয়োজন হতে পারে
- আবেদন কারীর রক্তের গ্রুপ/সেরোলজি পরীক্ষার রিপোর্ট
- ভুল গ্রুপ দিয়ে আবেদন করবেন না। জাতীয় পরিচয়পত্রের পেছন পার্শ্বে রক্তের গ্রুপ উল্লেখ থাকে। এটি অত্যন্ত সংবেদনশীল তথ্য।
- ভবিষ্যতে এটি সংশোধনের সুযোগ থাকলেও তার জন্য ২২৩ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র/নাগরিকত্ব সনদ
- নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন (সংশোধনের জন্য মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র/)
- চলতি মাসের বিদ্যুৎ/ইউটিলিটি বিলের কাগজ
- নিজের নামে না থাকলে বাবা-মায়ের নামে হতে হবে। বিদ্যুৎ/অন্যান্য ইউটিলিটি সংযোগ না থাকলে বিলের কপি প্রয়োজন নেই। তবে একদম নিকটাত্মীয় যেমন দাদা দাদী বা নানা নানির নামে হলেও যুক্ত করা যাবে।
- হোল্ডিং ট্যাক্স/খাজনা/চৌকিদারি রসিদ/স্থায়ী বা বর্তমান ঠিকানার সনদ
শিক্ষাগত যোগ্যতা থাকলে
- পিইসি/ইবতেদায়ী (৫ম শ্রেণি)/জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার সার্টিফিকেট
- যদি কোনো সনদ না থেকে থাকে তবে প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে পারবেন না!
- আপনার সার্টিফিকেটে ভুল আছে ?
বিবাহিত হলে
- বিয়ের কাবিন নামা/নিকাহ্ নামা/বৈবাহিক সনদ
- স্বামী বা স্ত্রীর আইডি কার্ড ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- ছেলে-মেয়ের আইডি কার্ড ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ
এছাড়া
- হালনাগাদকৃত পাসপোর্ট/ভিসার সত্যায়িত ফটোকপি
আইটি সেন্টার থেকে আবেদন করতে
বি.দ্র. আবেদনের সময় একটি সচল সিম যুক্ত মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে হবে।
- সংশোধনের পূর্বে সমস্ত তথ্য যাচাইপূর্বক সংশোধন যোগ্য হলে তবেই কেবল সংশোধনের আবেদন করা যাবে।
- ভোটার এলাকা স্থানান্তরের জন্য ফরম-১৩ ম্যানুয়ালি পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা নির্বাচন কমিশন অফিসে দাখিল করতে হবে।
- পরবর্তীতে ছবি উত্তোলন ও ফিঙ্গারপ্রিন্ট প্রদান পূর্বক এখান থেকে পরিচয়পত্র উত্তোলন করা যাবে।
ধাপ ২ঃ অনলাইন আবেদন
ধাপ ৩ঃ স্বাক্ষর গ্রহণ
ধাপ ৪ঃ জমা দান
ধাপ ৫ঃ ফিঙ্গারপ্রিন্ট
ধাপ ৬ঃ উত্তোলন
ধাপ ৭ঃ যাচাই
ধাপ ৮ঃ সংশোধন
..বিস্তারিত তথ্য..
নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রক্রিয়া (সম্পূর্ণ)
Table of Contents
ধাপ ১ঃ প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় হাতের কাছে যেসব কাগজপত্র রাখতে হবে। বিস্তারিত জানতে
আবশ্যিক
- অনলাইন জন্ম-নিবন্ধন সনদ
- অনলাইন নিবন্ধন না থাকলে পুরনো হাতে লেখা সনদ সঙ্গে আনতে হবে এবং প্রথমে অনলাইন নিবন্ধন করতে হবে।
- আইটি সেন্টার থেকে নির্ভুল আবেদন করতে বা পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড
- আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র হাতের কাছে রাখুন। যদি কারো জাতীয় পরিচয়পত্র থেকে না থেকে তবে
- তার/তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র হাতের কাছে রাখুন। যদি কারো জাতীয় পরিচয়পত্র থেকে না থেকে তবে
- পিতা মাতার কেউ একজন মৃত হলে মৃত্যু সনদ প্রয়োজন হতে পারে
- আবেদন কারীর রক্তের গ্রুপ/সেরোলজি পরীক্ষার রিপোর্ট
- ভুল গ্রুপ দিয়ে আবেদন করবেন না। জাতীয় পরিচয়পত্রের পেছন পার্শ্বে রক্তের গ্রুপ উল্লেখ থাকে। এটি অত্যন্ত সংবেদনশীল তথ্য।
- ভবিষ্যতে এটি সংশোধনের সুযোগ থাকলেও তার জন্য ২২৩ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র/নাগরিকত্ব সনদ
- নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন (সংশোধনের জন্য মেয়র/চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র/)
- চলতি মাসের বিদ্যুৎ/ইউটিলিটি বিলের কাগজ
- নিজের নামে না থাকলে বাবা-মায়ের নামে হতে হবে। বিদ্যুৎ/অন্যান্য ইউটিলিটি সংযোগ না থাকলে বিলের কপি প্রয়োজন নেই। তবে একদম নিকটাত্মীয় যেমন দাদা দাদী বা নানা নানির নামে হলেও যুক্ত করা যাবে।
- হোল্ডিং ট্যাক্স/খাজনা/চৌকিদারি রসিদ/স্থায়ী বা বর্তমান ঠিকানার সনদ
শিক্ষাগত যোগ্যতা থাকলে
- পিইসি/ইবতেদায়ী (৫ম শ্রেণি)/জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল/এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার সার্টিফিকেট
- যদি কোনো সনদ না থেকে থাকে তবে প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনার পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে পারবেন না!
- আপনার সার্টিফিকেটে ভুল আছে ?
বিবাহিত হলে
- বিয়ের কাবিন নামা/নিকাহ্ নামা/বৈবাহিক সনদ
- স্বামী বা স্ত্রীর আইডি কার্ড ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- ছেলে-মেয়ের আইডি কার্ড ও অনলাইন জন্ম নিবন্ধন সনদ
এছাড়া
- হালনাগাদকৃত পাসপোর্ট/ভিসার সত্যায়িত ফটোকপি
আইটি সেন্টার থেকে আবেদন করতে
বি.দ্র. আবেদনের সময় একটি সচল সিম যুক্ত মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে হবে।
- সংশোধনের পূর্বে সমস্ত তথ্য যাচাইপূর্বক সংশোধন যোগ্য হলে তবেই কেবল সংশোধনের আবেদন করা যাবে।
- ভোটার এলাকা স্থানান্তরের জন্য ফরম-১৩ ম্যানুয়ালি পূরণ করতে হবে।
- আবেদন পত্রের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা নির্বাচন কমিশন অফিসে দাখিল করতে হবে।
- পরবর্তীতে ছবি উত্তোলন ও ফিঙ্গারপ্রিন্ট প্রদান পূর্বক এখান থেকে পরিচয়পত্র উত্তোলন করা যাবে।