চারিত্রিক সনদ পত্র
## চারিত্রিক সনদের নমুনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
(স্থানীয় সরকার)
৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদ
উপজেলাঃ ঈশ্বরগঞ্জ, জেলাঃ ময়মনসিংহ
নতুন ভোটার প্রত্যয়ন
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, নাম: রামিম হাসান, পিতা: মোঃ আব্দুল মালেক, মাতা: মোসাঃ কুলুসম বানু, গ্রাম: কবির ভুলসোমা, ডাকঘর: কুল্লাপাড়া – ২২৮০, উপজেলা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। তাহার জন্মতারিখ ০৩/০৭/২০০৬ এবং জন্ম নিবন্ধন নং ২০০৬৬১১৩১৫৪১৪৬১৭০। তিনি আমার ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। আমার জানামতে তিনি কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নন এবং সচ্চরিত্রের অধিকারী। তিনি ভোটার হওয়ার জন্য উপযুক্ত বয়স্ক ব্যক্তি। ইতোপূর্বে তিনি দেশের অন্য কোথাও ভোটার হননি। আমি তাকে উপর্যুক্ত ঠিকানায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়ার জন্য প্রত্যয়ন করছি।
মোঃ ফরিদ মিয়া
চেয়ারম্যান
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
চেয়ারম্যান
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ