চারিত্রিক সনদ পত্র

## চারিত্রিক সনদের নমুনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (স্থানীয় সরকার) ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদ উপজেলাঃ ঈশ্বরগঞ্জ, জেলাঃ ময়মনসিংহ
চারিত্রিক সনদ পত্র
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মোঃ রাকিব হাসান, পিতা: আবদুস সুবান, মাতাঃ রাবিয়া খাতুন, গ্রাম: কুমুরিয়ার চর, ডাকঘর: কুল্লাপাড়া – ২২৮০, উপজেলা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ। তাহার জন্মতারিখ ১৯/০৬/২০০৫ এবং জন্ম নিবন্ধন নং ২০০৫৬১১৩১৫৪১০৫৩৭১। তিনি মাইজবাগ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক। আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি; আমার জানামতে তিনি কোনো প্রকার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নন এবং সচ্চরিত্রের অধিকারী। আমি তাহার সর্বাঙ্গীণ উন্নতি ও মঙ্গল কামনা করি।
মোঃ ফরিদ মিয়া
চেয়ারম্যান

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

..বিস্তারিত তথ্য..